বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীরা

মাসুদ রানা, স্টাফ রিপোটার:
“প্লাস্টিক দূর্ষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি। গতকাল মঙ্গলবার (৩জুন) উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে।

চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আর ডি আর এস বাংলাদেশ এর সহযোগিতায় এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় কর্মসূচি পালন করেছে রৌমারী উপজেলা প্লাট ফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের সদস্যরা। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, আরডিআরএস বাংলাদেশ ফিল্ড ফ্যাসিলেটর শাহীনুর ইসলাম, জীবন চন্দ্র বরমন, হাসান আলী, উপজেলা যুব প্লাটফর্ম যুব সংগঠনের সভাপতি সানজিদা আকতার, সম্পাদক মোন্তাজুর রহমান বিপ্লব ও বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা সাবানা, রোখসানা, আখি,আফসানাসহ ৬ টি ইউনিয়নের ১’শ কিশোর কিশোরীগণ।

কিশোরী মোছা. সানজিদা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতর বিকল্প নেই।আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।

রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো। সুন্দর পৃথিবী গড়তে আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিকতা থাকা নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

সম্পর্কিত