সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ভিজিএফ’র চাল পেয়েছে ৪ হাজার ৬২১ পরিবার

 নীলফামারী: জেলায় আজ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারী পৌরসভায় চারহাজার ৬২১ টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে পৌরসভা চত্বরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল প্রমুখ।

পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, নীলফামারী পৌরসভার নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত চারহাজার ৬২১টি পরিবারের মধ্যে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছে।

সম্পর্কিত