বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা ও মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ লাখাইঃ

লাখাইয়ে বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) বিকেলে উপজেলার কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং কার্যক্রম উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল আজম এর সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুরন রহমান মিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
“দুধের অপার শক্তিতে,মেতে উঠি একসাথে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ( কৃত্রিম প্রজনন) ডাক্তার মোহাম্মদ আব্দুস ছামাদ।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মালদার।
আলোচনা শেষে উপজেলার কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শত শিক্ষার্থী ও ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার ২ শত শিক্ষার্থীর মাঝে এক প্যাকেট করে তরলীকৃত দুগ্ধ বিতরণ করা হয়।

সম্পর্কিত