
মো. আবু বক্কর আতাউর,লালমনিরহাট প্রতিনিধি;
লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪-১৫ জনের একটি দল কার্যালয়ে এসে প্রথমে ভাঙচুর করে, এরপর ভিতরে প্রবেশ করে লুটপাট চালায় এবং কিছু সামগ্রী বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে যায় ।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ আটক হয়নি। দলীয় নেতারা এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করছেন। তদন্ত শুরু হয়েছে।
তবে “কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।