
আব্দুর রাজ্জাক শাওনঃ-
স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অসহায় মানুষের ব্লাডের জন্য ভরসার জায়গা হলো স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি।
স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলোঃ-
১.স্বেচ্ছায় রক্তদান ।
২.রক্তদানে মানুষকে উৎসাহিত করা।
৩.গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
৪. গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
৫.সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা।
৬.মাদকের কুফল সম্পর্কে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা।
৭. সকল ধর্মীয় কার্যক্রমে সকল সদস্যকে একযোগে এগিয়ে আসা।
৮. বৃক্ষরোপণ করা।
উপদেষ্টারা হলেনঃ-
বায়কুল ইসলাম, আব্দুল সালাম সামী, সৈয়দ তানভীর আহমেদ
প্রতিষ্ঠাতা পরিচালকঃআমিনুল ইসলাম
সভাপতিঃশাহ আব্দুল আজিজ
সহ সভাপতিঃনাহিদ খাঁন
সিনিয়র সহ সভাপতিঃ নোমানোর রশিদ নোমান
সাধারণ সম্পাদকঃ তামিম হাসান রাফি
সহ সাধারণ সম্পাদকঃ সালমান মুক্তাদির
সহ যুগ্ম সম্পাদকঃ অনুরাগ শাহা।
এ সোসাইটি থেকে সবচেয়ে বেশি ব্লাড দিয়েছেন মাহবুব আলম ফরিদ (ও+) ২৮ বার। ২য় অবস্থানে আছেন সুমন আহমেদ ( বি+) ব্লাড দিয়েছেন ২৭ বার। ৩য় অবস্থানে আছেন ইশমাম হোসাইন (ও+) ব্লাড দিয়েছেন ২৩ বার দিয়েছেন।