এম এ ওয়াহেদ লাখাই , কাল থেকে সারাদেশের ন্যায় লাখাইয়ে শুরু হচ্ছে এইচ এস সি পরীক্ষা। এরই মাঝে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন। লাখাইয়ে ২ ভেন্যুতে পরীক্ষায় বসবেন ৪৫২ জন পরিক্ষার্থী। ভেন্যু গুলি হচ্ছে লাখাই মুক্তি যোদ্ধা সরকারী ডিগ্রি কলেজ ও বামৈ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়।
এ বছর লাখাই মুক্তি যোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের পরিক্ষার্থী ৩৮৩ জন। মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ এর ২০ জন, ভবানীপুর হাইস্কুল এন্ড কলেজ এর ১৮ জন ও এ্যাডভোকের আবু জাহির কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করবেন ৩১ জন। এরই মাঝে উপজেলা প্রশাসন এইচ এস সি পরীক্ষা কেন্দ্রের ২শ গজের ভিতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ মর্মে ১৪৪ ধারা জারীর জন্য থানা পুলিশ কে এক বার্তায় অবহিত করা হয়েছে।
এ বিষয়ে লাখাই মুক্তি যোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদ জানান, এ বছর লাখাইয়ে মোট পরিক্ষার্থী ৪৫২ জন। তন্মধ্যে মানবিক বিভাগে ৪২২ জন বিজ্ঞান বিভাগে ১৯ জন ব্যবসা বানিজ্য বিভাগ থেকে ১১ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করার কথা রয়েছে। তিনি বলেন এরই মাঝে পরীক্ষা শান্তি পূর্ণ ভাবে গ্রহনের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।