এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাই উপজেলার কালাউক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরে কালাউক সড়ক বাজারে গ্রামীন ফুড ভোক্তা অধিকার আইন ১৫ শত অর্পিতা মিষ্টান্ন ভাণ্ডার কে ১৫ শত প্রিয়ন্তি সুইটমিট কে ১৫ শত টাকা ও হাজী মফু এন্টারপ্রাইজ কে পরিবেশ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিন ম্যাজিষ্ট্রেট অনুপম
দাস অনুপ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কামাল আহমেদ। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছন পুলিশের উপপরিদর্শক শুভ বণিক সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার ভিডিপি সদস্য।