স্টাফ রিপোর্টারঃ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার ৫ পলাতক আসামীদের কে গ্রেপ্তার করে পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বলেন আমার থানার পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, এ এস আই ফিরুজ মিয়া, আনোয়ারুল হক, শামীম নুর, প্রদীপ সুত্রধর সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মঙ্গলবার দিবাগত রাতে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রাম থেকে নাছির মিয়ার ছেলে রায়হান (২৫) আইয়ুব আলীর ছেলে তকদির মিয়া,
পশ্চিম বুল্লা গ্রাম থেকে নারী শিশু নির্যাতন মামলার আসামী সহিদ মিয়ার স্ত্রী মুজেদা বিবি, সহিদ মিয়ার ছেলে কাশেম মিয়া কে গ্রেপ্তার করে।
এবং মঙ্গলবার দিবাগত রাতে মুড়িয়াউক গ্রামের ইয়াছিন মিয়া রাত ১টার দিকে ঘুরাঘুরি করতে দেখে তাকে আটক করে আমাকে সংবাদ দিলে আমি পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ কে দায়িত্ব দিলে সে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে মুড়িয়াউক গ্রামের লোকজন মুড়িয়াউক গ্রামের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৩) কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং আসামী ইয়াছিন মিয়া কে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত সকল আসামীদের বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।