এম এ ওয়াহেদ, লাখাই প্রতিনিধিঃ লাখাই থানা পুলিশের অভিযানে মোঃ ওয়াহিদ মিয়া নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী কে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। থানা সুত্রে জানা যায়, পুলিশের উপপরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রোববার দিবাগত রাতে করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামে অভিযান চালিয়ে রাঢ়িশাল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ ওয়াহিদ মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন পলাতক আসামীকে বিচারিক আদালত এনআইএক্ট মামলায় আসামী কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১লাখ ৪১ হাজার ৯৪০ টাকা অর্থ দন্ডের আদেশ দিয়েছেন। সে ওই মামলায় পলাতক থাকায় গ্রেপ্তার পূর্বক সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।