রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শশুরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামানিক। তিনি একই এলাকার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার করেছে। সেই সাথে ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করেছে। আটকৃতরা হলো, মোঃ মিজান মন্ডল ও তার দুই ছেলে মোঃ দাউদ মন্ডল ও মোঃ নাজমুল মন্ডল।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, জামাই-শ্বশুড়ের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। পরে জমি দিতে না পারায় সাইদুল প্রামানিকের কাছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। সে সময় এক মাসের সময় নেন শ্বশুর সাইদুল প্রামানিক। কিন্তু ৬ বছরেও টাকা ফেরত দেননি তিনি।
এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার সালিশ করেও সুরাহা হয়নি। সকালে সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে রাখেন জামাই দাউদ মন্ডল। এ ঘটনায় মামমলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।