যশোর প্রতিনিধি :: যশোরের বকরচর এলাকায় অবস্থিত মা জর্দ্দা কেমিক্যাল ওয়ার্কস( জর্দ্দা ফ্যক্টরি )এ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধ্য পন্থায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দ্বায়ে ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার( ১২ আগস্ট )দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক এই তদারকিমুলক অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা,ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ জেলা পুলিশের একটি দল।
অভিযানকালীন সময়ে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকা,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বাজারজাতকৃত পণ্যে মোড়ক ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে বলে যশোর জেলা কার্যালয় সূত্র নিশ্চিত করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন-মা জর্দ্দা ক্যামিক্যাল ওয়ার্কসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর৩৭ধারা মোতাবেক ভোক্তা-অধিকার বিরোধী কার্যের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
উল্লেখ্য,মা জর্দ্দা দীর্ঘ বৎসর ধরেই ফ্যক্টরি স্থাপন ও পরিচালনায় যথাযথ বৈধ্য কাগজপত্র ছাড়াই যশোরের বকচরে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে তৈরী করছে জর্দ্দা। আইন লঙ্ঘনে জেল ও জরিমানার শাস্তির বিধান থাকলেও কোন কিছুর তোয়ক্কা না করেই বকচর করিম পাম্প এলাকায় চলছে প্রভাতের প্রতিষ্ঠান( কারখানা ) মা জর্দ্দা।
নিন্মমানের তামাক ও কাঁচামাল দিয়েই তৈরী হচ্ছে এই জর্দ্দা বলে অভিযোগ রয়েছে। এছাড়াও উৎপাদিত পণ্যের উপর আরোপিত কর ফাঁকি দেওয়ার ও গুঞ্জন রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।এর ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে।