খুলনা প্রতিনিধি :: খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন লিটন খান (৫০)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরকতিয়া মসজিদের সামনে তাঁর ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকার মধ্যে ছেলে আবু বকর লিমন (২৫) নেশার জন্য ২০ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবার ওপর ক্ষুব্ধ হয় লিমন।
বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র থাকায় লিটন খান বাসায় একা ছিলেন। সেই সুযোগে লিমন ও তার স্ত্রী চাঁদনী পরিকল্পিতভাবে বাসায় ঢুকে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় নিহতের ছেলে লিমন ও পুত্রবধূ চাঁদনী সরাসরি জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।