সুকমল চন্দ্র বর্মন (পিমল),উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাট থেকে ভাতিজার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফুফু নুর বানু (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের কালাই উপজেলার মোলামগাড়ীহাটের কাছে বামনগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় মোটরসাইকেলচালক ও নিহতের ভাতিজা সৌরভ (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নুর বানু বগুড়া সদরের রজাকপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। আহত সৌরভ শিবগঞ্জ উপজেলার কানতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।