বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসবকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জেলা পুলিশ সুপারের আয়োজনে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১১টায় পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী এর সভাপতিত্বে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার সকল মন্দিরে (জেলার যে সকল মন্দিরে রথযাত্রা পালন হয়) রথযাত্রার দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, “রথযাত্রা উৎসব যেন কোনো রকম সমস্যা ছাড়াই নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে।”
সভায় জানানো হয়, এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট ৯টি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বড় রথযাত্রাটি হবে দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠে।
শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায় বলেন, “রথযাত্রা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, ডিবি-ট্রাফিক ইন্সপেক্টর এনায়েতুর রহমান, জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মোক্তারুল ইসলামসহ ও সনাতন ধর্মীয় অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আগামী ২৭ জুন শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব "জগন্নাথ দেবের রথযাত্রা" অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে এদিন সকাল থেকে দিনব্যাপী পূজার্চনা, ধর্মীয় আলোচনা, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।