খুলনা জেলা প্রতিনিধি :: বুধবার ১০ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাৎ হোসেন দিপু'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অভিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি )আঁখি শেখ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস,থানার ওসি ( তদন্ত ) কবির আহমেদ,উপজেলা একাডেমিক সুপারভাইজর যথাক্রমে সাহেলা সুলতানা ও রাঁধেশ্যাম ঘোষ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , সিনিয়র শিক্ষক যথাক্রমে জুলকার নাইন পলাশ , মুন্সী এনামুল কবির,মোঃ জামিরুল ইসলাম,কানিজ আক্তার , মোঃ তৌহিদল ইসলাম,দিপালী বৈরাগী ,নারগিস সুলাভানা,বিপুল কুমার বিশ্বাস,প্রবীর কুমার দাস , জালিম উদ্দিন ও নাজমুল হুদা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার আখি শেখ ও অন্যান্য অতিথিবৃন্দ জিপিএ-০৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আঁখি শেখ বলেন জাতি আজ মেধাবীদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন , শিক্ষার্থীদের আলোকিত জীবন গড়তে হবে,আলোকিত মানুষ হতে হবে। তিনি শিক্ষার্থীদের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে উন্নত ভবিষ্যত গড়ে তোলার আহবান জানান।