গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে সরকারি জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জাবের মুন্সীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ( ১ আগস্ট )সকাল ১০টার দিকে বর্নি ইউনিয়নের মুন্সী বাড়ি সড়কের পাশে থাকা একটি শিশু গাছ অনুমতি ছাড়াই কেটে স্থানীয় বাবর মুন্সীর কাছে বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, গাছ কাটার পর ঘটনাস্থল মাটি ও ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়, যাতে কাটা গাছের চিহ্ন স্পষ্ট না থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানার এএসআই ফয়েজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারা পুলিশকে জানান, সরকারি খাস জমির ওই গাছ জাবের মুন্সী বিক্রি করেছেন। সাংবাদিকদের অনুসন্ধানেও একই তথ্য উঠে এসেছে। এছাড়া রাস্তার পাশের আরও কয়েকটি গাছ জাবের মুন্সীর দখলে রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জাবের মুন্সীর স্ত্রী বলেন, “গাছ কেটেছে ঠিক, তবে বিক্রি করার কথা আমি বলিনি।” মুঠোফোনে যোগাযোগ করলে জাবের মুন্সী স্বীকার করে বলেন, “আমি গাছ কেটে বিক্রি করেছি। যদি ফেরত নিতে হয় সরকার এসে নিয়ে যাবে। আমার গাছ আমি বিক্রি করেছি কারণ গাছটি মরে গিয়েছিল।”
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সরকারি জমি বা রাস্তার পাশের কোনো গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত অনুমোদন কমিটির অনুমতি নিতে হয়। এই অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।
অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।