রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউক্যালিপটাস গাছের ঝাড় থেকে সোলায়মান সরকার নামে এক ইলেকট্রিশিয়ানের ম*রদেহ' উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার কামারদহ ইউনিউনের বার্ণাশেখর দীঘলকান্দি গ্রাম থেকে সোমবার সকালে তার ম*র'দেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, তার পরিবারে জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ কলহ চলছিল। এরই মধ্যে গাছের ঝাড়ে রহস্যজনক ভাবে পাওয়া গেল ঝুলন্ত মরদেহ। মৃত সোলায়মান আলী উপজেলার কামারদহ ইউনিউনের বার্ণাশেখর দীঘলকান্দি গ্রামের জামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,সোলায়মান হোসেন (৪৫)পিতামৃত জামাল উদ্দিন বার্না চন্দ্রশেখর দিঘলকান্দি, ইউপি কামারদহ, থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা। ভিকটিম পেশায় কারেন্ট মিস্ত্রির কাজ করতো। গত ২২জুন সন্ধ্যায় কাজের কথা বলিয়া বাড়ি হইতে বাহির হয়।পরবর্তীতে আর বাড়িতে না ফেরায় তাহার নিকট আত্মীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খোঁজ সন্ধান পায় নাই। পরের দিন আজ সোমবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় প্রতিবেশী সকিনা বেগম স্বামীমৃতঃ আব্দুল মালেক এর ইউক্যালিপটাস বাগানের পাশে ঘাস কাটিতে যাইয়া ইউক্যালিপটাস বাগানের ইউক্যালিপটাস গাছের সহিত লাশ ঝুলন্ত অবস্থায় দেখিতে পাইয়া ডাক চিৎকার করিলে তার আত্মীয় সহ বাড়ির লোককজন ঘটনাস্থলে আসিয়া মৃতদেহ টি সনাক্ত করেন।পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারন নির্নয়ে সোলায়মান আলীর মরদেহ পোস্টমর্টেমের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।