খাগড়াছড়ি প্রতিনিধি:: অর্থনৈতিক স্বাবলম্বন ও নারীর ক্ষমতায়নের পথে বড় পদক্ষেপ নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরই ধারাবাহিকতায় শুক্রবার( ১ আগস্ট )বিকেলে খাগড়াছি সদর উপজেলার শব্দমিয়া পাড়ায় ৫০ জন অস্বচ্ছল ও দরিদ্র নারীর মাঝে ছাগল,হাঁস ও মুরগি বিতরণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
নারীর স্বাবলম্বন ও আত্মমর্যাদা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন,“একজন নারী সাবলম্বী হলে বদলে যায় পুরো পরিবার, সমাজ পায় নতুন দিশা। আজকে আমরা শুধু ছাগল, হাঁস, মুরগি দিচ্ছি না, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সম্ভাবনার চাবিকাঠি।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ, ক্লাব প্রতিনিধিসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার স্কুল, মাদ্রাসা ও ক্লাব উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা রাখার জন্য বিভিন্ন ধরনের সহায়তার অনুরোধ জানান।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পশুপালন একটি কার্যকর ও পরিবেশবান্ধব পন্থা। জেলা পরিষদের এমন উদ্যোগ শুধু পরিবারে আয়ের উৎস বাড়াবে না,বরং নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদাও নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।