নিজস্ব প্রতিবেদকঃ
উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১০ ঘটিকায় নিজস্ব কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনটি উৎসবমুখর পরিবেশে নানা আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক
সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
"সফলতা তখনই পূর্ণতা পায়, যখন একজন মানুষকে পরিবার, কর্মস্থল এবং সমাজে সম্মানের সাথে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই চলবে না, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টাও থাকতে হবে।"
তিনি শিক্ষার্থীদের সামনে লক্ষ্য স্থির করে জীবন গঠনের পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন —
তৌফিকুর রহমান তরঙ্গ, আরাফাত আহমেদ রূপন, প্রীতম ঘোষ, সাজিদুর রহমান সেবিব এবং ফারিহা আনজুম অর্পি।
তারা কলেজজীবনের স্মৃতিচারণ, শিক্ষকদের অবদানের কথা এবং ভবিষ্যতের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়া বক্তব্য রাখেন —
জ্যেষ্ঠ প্রভাষক আবু নুর মো. সফিউল আলম সোহেল,
সহকারী অধ্যাপক রনজিৎ কুমার বর্মণ,
গোলাম মওলা,
আনিসুল ইসলাম,
এবং সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচিত কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো। তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের দায়িত্বশীল ও সৎ হতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও গোলাপফুল তুলে দেন অতিথিবৃন্দ।
শেষে দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত।