মোঃ মকবুলার রহমান ,স্টাফ রিপোর্টার :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজ ‘গুমের’ ঘটনাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন। এরপর প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।